ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পকেটমারের ১মাসের জেল

মোঃ সোহেল রানা: আজ মঙ্গলবার (৯মার্চ)বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বড় খোচাবাড়ী হাটে, গরুর হাটিতে ভীড়ের মধ্যে পকেট থেকে টাকা চুরির প্রচেষ্টার সময় স্থানীয় জনসাধারণের হাতে আটক হন । জানা যায় সে পীরগঞ্জ নিবাসী বাকরু মোহাম্মদের ছেলে আলম (২৫) নামে এ সময় হাটের ইজারাদারের মাধ্যমে অবগত হয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন সদর থানার পুলিশ ফোর্স সহ সেখানে উপস্থিত হয় |
এবং তার চুরির প্রচেষ্টার বিষয় উদঘাটন করেন এবং তাকে  জিজ্ঞেস করলে সে তার অপরাধ স্বীকার করলে তাকে উপজেলা নির্বাহী অফিসার ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ ধরনের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে বলে তিনি জানান।