
মোঃ জয়নাল আবেদীন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের পাগলা থানার হত্যা মামলার পলাতক ২ আসামিকে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের ময়মনসিংহ পাড়া থেকে গ্রেফতার করেছে ঠাকুরগাঁও সদর থানার পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- বুলবুল (৫০) ও তার স্ত্রী পলি আক্তার (৪২) ।
আসামি বুলবুল ময়মনসিংহের ১৫ টাঙ্গব ইউনিয়নের রৌহা উত্তর পাড়া এলাকার মৃত সুরুজ আলীর বড় ছেলে ও তার স্ত্রী পলি আক্তার।
গতকাল (২৯ মে) রোববার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের ময়মনসিংহ পাড়া থেকে তাদের দুজনকে গ্রেফতার করে পুলিশ।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
ওসি জানান, আসামিরা সদর উপজেলার সালন্দর ইউনিয়নের ময়মনসিংহ পাড়ায় দীর্ঘদিন ধরে আত্মগোপ করে ছিলেন। পাগলা থানা পুলিশের একটি টিম ও আমাদের সঙ্গীয় ফোর্সসহ সালন্দর ইউনিয়নে অভিযান চালিয়ে গতকাল বিকালে তাদের গ্রেফতার করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, গত বছরের ১৫এপ্রিল বসতবাড়ির সীমানা নিয়ে মারামারি হয় ময়মনসিং জেলার টাঙ্গব ইউনিয়নের রৌহ উত্তর পাড়া এলাকার মৃত সুরুজ আলীর ছেলে বুলবুল ও তার ছোট ভাই সাইফুল ইসলাম ওরফে সারফুলের। এঘটনায় বড় ভাই ও তার ভাবীর লাঠির আঘাতে সাইফুল গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে প্রেরন করেন। সেখান থেকে আ্যাম্বুলেন্স যোগে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এঘটনায় নিহতের স্ত্রী আফরোজা বাদী হয়ে গত বছরের ১৬ এপ্রিল ময়মনসিংহ জেলার পাগলা থানায় বুলবুল ও তার স্ত্রী পলি আক্তারকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
গতকাল রোববার (২৯ মে) গ্রেফতারকৃত দুই আসামিকে পাগলা থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে বলে জানান, ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভীরুল ইসলাম।