ঠাকুরগাঁওয়ে মাদ্রাসা ছাত্র মুরাদ হত্যা মামলায় গ্রেফতার ১

মোঃ জয়নাল আবেদীন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার মাদারগঞ্জে  মাদ্রাসা ছাত্র মুরাদ হোসেন (১১) হত্যার ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ মে ) রাতে মুরাদ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মোঃ মাসুদ (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা ঠাকুরগাঁও সদর থানার এসআই জাবেদ আলী বলেন, নিহত মাদ্রাসা ছাত্র মুরাদের মরদেহ উদ্ধারের পর পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে তদন্ত চলছে।
 এঘটনায় নিহত মুরাদের পিতা দারুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তের স্বার্থে সন্দেহভাজন মুরাদের বেশ কয়েকজন বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনের নাম, ঠিকানা পুলিশকে প্রদান করেন তিনি। পরবর্তিতে গ্রেফতারকৃত মাসুদ ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামের মোঃ রমজান আলীর ছেলে। মাসুদের মোবাইল ফোন ট্রেক করে হত্যার ঘটনায় জড়িত থাকার বিষয়ে গুরুত্বপুর্ন কিছু তথ্য পাওয়া যায়।
বুধবার ১৭ মে মামলার স্বাক্ষীর কাজে রংপুরে থাকায় আদালতে উপস্থিত থাকতে পারিনি, তবে গ্রেফতারকৃত মাসুদকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
বৃহস্পতিবার তাকে রিমান্ডের জন্য আদালতে আবেদন করা হবে। মাসুদকে জিজ্ঞাসাবাদে এ ঘটনায় আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে ধারনা করছেন বলে জানান তিনি।
উল্লেখ্য,গত ৪ মে সদর উপজেলার মাদারগঞ্জ এমবি উচ্চ বিদ্যালয়ের পাশ্ববর্তী একটি ভুট্টা ক্ষেত থেকে মোঃ মুরাদ হোসেন (১১) নামে ওই মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মুরাদ পার্শ্ববর্তী মাদারগঞ্জ হাফেজিয়া মাদ্রাসা খররা এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ের ছাত্র ছিল।