
মোঃ জয়নাল আবেদীন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলা রোড বাজার এলাকা থেকে আজ সোমবার (৭ফেব্রুয়ারি) ২১০ পিস ইয়াবাসহ সোহাগ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটককৃত সোহাগ ঠাকুরগাঁও সদর উপজেলার ইসলাম নগর এলাকার জকিম উদ্দিনের ছেলে।
আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে বেলা ১টার দিকে সদর উপজেলার রোড-বাজার চেয়ারম্যান মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসময় টাস্কফোর্স মাদক ব্যবসায়ী সোহাগ (৩২)কে গ্রেফতার করে তার শরীর তল্লাশি চালিয়ে ২১০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের কর্মকর্তা জানান, আটককৃত সোহাগ দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রির ব্যবসা করে আসছিল।এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সৌমিক রায় বাদী হয়ে একটি নিয়মিত মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন।