ঠাকুরগাঁওয়ে ৫০ বছর বয়সী বৃদ্ধর বিরুদ্ধে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

মোঃ জয়নাল আবেদীন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে এক তৃতীয় শ্রেণীর স্কুল ছাত্রীকে  ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে ৫০বছর বয়সী এক বৃদ্ধর বিরুদ্ধে।
গত ৩০ জানুয়ারি ভুক্তভোগী ছাত্রের পিতা ওই ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে ঠাকুরগাঁও সদর থানায় মামলা করেন।
এ মামলার ১৩দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত মামলার অভিযুক্ত আসামী আটক হয়নি। বর্তমানে ওই ছাত্রীর বাবাকে মামলা তুলতে হুমকি দিচ্ছেন মনিরুল ইসলাম এর পরিবার।
ভিকটিম ওই ছাত্রীর বাড়ি, ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে। স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী সে।
থানার অভিযোগ স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ওই আসামি গড়িয়া ইউনিয়নের উত্তর ঢাঙ্গীপুকুর এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে মনিরুল ইসলাম (৫০) গত 13 জানুয়ারি স্কুল থেকে আসার পথে মনিরুল ইসলামের একটি মুদি দোকান আছে। ওই দোকান থেকে স্কুলছাত্রী ১০টাকা দিয়ে ১প্যাকেট বিস্কুট কিনতে যায়। ওই সময় দোকানের আশপাশে কোনো লোকজন না থাকায় কৌশলে স্কুলছাত্রীকে তার দোকান সংলগ্ন নিজের শয়ন ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে মনিরুল। এসময় ওই মেয়ে চিৎকার করার চেষ্টা করলে আর ঘটনা কাউকে না বলার জন্য অনেক ভয়ভীতি ও হুমকি দেয়।
স্থানীয়রা জানান, এ ধরনের অসামাজিক ঘটনায় জড়িত মনিরুলকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এমন ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হলে পূনরায় এরকম ঘটনা ঘটাতে কেউ আর সাহস পাবে না।
ভিকটিম ওই ছাত্রী বলেন, স্কুলে যাওয়া আসার পথে ওই মনিরুলের দোকান আমরা মাঝে মধ্যে ওই দোকান থেকে চকলেট বিস্কুট ও বিভিন্ন রকমের খাবার কিনে খাই। ঐদিন ঐ লোক আমাকে জোর করে তার ঘরে নিয়ে যায়। পরে কাউকে কিছু না বলার জন্য ভয় দেখায় এবং আমি আসার সময় আমার হাতে পাঁচটা চকলেট ও ২০ টাকা দিয়ে বলে তার সাথে মা দের সাথে দেখা করতে হবে। আমি এমন ঘটনার বিচার চাই।
ওই স্কুলছাত্রীর বাবা বলেন, আমার মেয়ের সঙ্গে মনিরুল খুব খারাপ কাজ করছে আমি ভ্যান চালিয়ে সংসার চালাই।
আমি এলাকাবাসীর কাছে বিচার চেয়েছিলাম, কিন্তু কেউ আমার মেয়ের সুষ্ঠু বিচার করে নাই তাই আমি উপায় না পেয়ে থানায় মামলা করেছি।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার পুলিশ কর্মকর্তা (এসআই) বিদ্যুৎ বলেন, তোমার বাবা এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে মামলার আসামি মনিরুল পলাতক রয়েছেন। আসামিকে গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।