ঠাকুরগাঁওয়ে উদীচী শিল্পীগোষ্ঠীর ৭ম জেলা সম্মেলন উদ্ভোধন

এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ “জনতার ঐক্য দানবের দম্ভ ভাংবোই”এই শ্লোগানকে সামনে রেখে  ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৭ম জেলা সম্মেলনের উদ্ভোধনী অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বেলা ১১ টায় জেলা উদীচী কার্যালয়ে সম্মেলনের উদ্ভোধন ঘোষণা করেন ঐতিহাসিক  তেভাগা আন্দোলনের সূর্য সৈনিক কৃষক নেতা মোঃ দানেশ আলী।

ঠাকুরগাঁও জেলা সংসদের সভাপতি ও কেন্দ্রীয় সংসদের সদস্য সেতারা বেগমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সদস্য রেজাউর রহমান রেজু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সদস্য কাজী আবুল হাসনাত সহ প্রমুখ।

উল্লেখ্য যে, সম্মেলনে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন থানা, উপজেলার শিল্পী, শিল্পীগোষ্ঠীসহ সংস্কৃতিপ্রেমী জনসাধারণ উপস্থিত ছিলেন।