এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ উত্তর জনপদের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ঠাকুরগাঁও সরকারি কলেজের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আজ রবিবার (২০ নভেম্বর) বেলা ১২ টায় কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
খেলায় ইসলামের ইতিহাস বিভাগ ট্রাইবেকারে ৩-১ গোলে অর্থনীতি বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র ছিল।
খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলেজ ক্রীড়া কমিটির আহবায়ক মোঃ শামসুল আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক ড. গোলাম কিবরিয়া মন্ডল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মফিজউদ্দীন মোল্লা, শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর আবুল খায়ের মোঃ আব্দুল মজিদ সহ আরও অনেকে।
টুর্নামেন্টে ৩ গোল করে যৌথভাবে ইসলামের ইতিহাস বিভাগের রুবেল ও অর্থনীতি বিভাগের বক্কর সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয়েছে।
উল্লেখ্য যে, কলেজের ১৬ টি বিভাগের অংশগ্রহণে গত ৮ নভেম্বর ঠাকুরগাঁও সরকারি কলেজ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়ে আজ ফাইনাল খেলা ওনুষ্ঠিত হওয়ার মাধ্যমে টুর্নামেন্ট সফলভাবে শেষ হয়।