ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র পর্যায়ে চা চাষ সম্প্রসারণের লক্ষে চা চাষীদের ১ দিনব্যাপী কর্মশালার

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:ঠাকুরগাঁও সদর উপজেলায় ক্ষুদ্র পর্যায়ে চা চাষ সম্প্রসারণের লক্ষে চা চাষীদের জন্য দিনব্যাপী কর্মশালার অনুষ্ঠিত হয়েছে । ২৬ নভেম্বর

সোমবার নর্দান বাংলাদেশ লিঃ এর আয়োজনে ও ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় ঠাকুরগাঁও সদর উপজেলা হলরুমে উপজেলায় চা চাষীদের চা চাষে অনুপ্রাণিত করার লক্ষ্যে দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন। সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলার সুযোগ্য জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম ,আরো উপস্থিত ছিলেন ঠাকুরগঁও প্রেসক্লাবের সভাপতি মুনসুর আলী সহ নর্দান বাংলাদেশ লিঃ পঞ্চগড় এর প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।