
এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ১২৫ পিস ইয়াবা ও ৩ বোতল দেশী মদসহ মাদক সেবনের উপকরন উদ্ধার করেছে ডিবি পুলিশ।
শনিবার (০৮ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও পৌরসভার আশ্রমপাড়া ৮ নং ওয়ার্ডের একটি বাড়ির বেডরুম থেকে এসব নেশাজাতীয় উপকরণ উদ্ধার করেছে ডিবি পুলিশ।
গোপন সসংবাদের ভিত্তিতে দুপুরে ডিবি পুলিশের পরিদর্শক জুলফিকার আলীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম মাদক বিরোধী অভিযান চালিয়ে আশ্রমপাড়া মহল্লার চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ আতিকুর রহমান আতিক বাপ্পী (৩০) এর শয়নকক্ষ থেকে ১২৫ পিস ইয়াবা, ৩ বোতল দেশী মদ ও মাদক সেবনের উপকরন উদ্ধার করেছে ডিবি পুলিশ।
আতিকুর রহমান আতিক ওরফে বাপ্পী আশ্রমপাড়া মহল্লার ফিরোজুল ইসলামের পুত্র। সে ঠাকুরগাঁও শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তার আমাদের বাজার সুপার মার্কেটে ‘ভূতের গলি’ নামক একটি রেস্টুরেন্ট চালাতো।
গত কিছুদিন আগে রেস্টুরেন্টের ভেতরে লাইট নিভিয়ে অনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে তাকে গ্রেফতার করে পুলিশ।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন এই ডিবি কর্মকর্তা।