
এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আত্মঘাতী শাখার সক্রিয় সদস্য হারুনুর রশিদ মামুনকে (৪০) আটক করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় রাতভর অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, হারুনুর রশিদ মামুন জেএমবির তালিকাভুক্ত আত্মঘাতী শাখার সক্রিয় সদস্য। এর আগে ঢাকায় মামুন গোয়েন্দা পুলিশের হেফাজতে ছিল।
জঙ্গি সদস্যদের সক্রিয় করতে গোপন বৈঠক করছিল এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে হরিপুরে তাকে গ্রেফতার করে।
ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহম্মেদ জানান, হারুনুর রশিদ জেএমবির আত্মঘাতী শাখার সদস্য বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন। আরও জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী তথ্য জানানো হবে।