 
		  এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের ব্যাপক ভরাডুবি ঘটেছে। মোট ১২ টি পদের মধ্যে বিএনপি সমর্থিত প্যানেল ১১টি পদে নির্বাচিত হয়েছে।
সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী এ্যাডভোকেট আব্দুল হালিম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী জয়নাল আবেদীন।
ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচনে নির্বাচিত হয়েছেন যারাঃ
সভাপতিঃ এ্যাডভোকেট আব্দুল হালিম
সহ-সভাপতিঃ রফিজ উদ্দিন
সহ-সভাপতিঃ মোবারক হোসেন
সাধারণ সম্পাদকঃ জয়নাল আবেদীন
সহ-সাধারণ সম্পাদকঃ এ্যাড. জাহিদ ইকবাল
লাইব্রেরী সেক্রেটারীঃ এ্যাড. আনোয়ার হোসেন
ট্রেজারী সেক্রেটারীঃ মাসুদা পারভীন
কমন রুম ও কালচারাল সেক্রেটারীঃ এ্যাড. শাহজাহান কবীর
সদস্যঃ এ্যাড. সিরাজুল ইসলাম
সদস্যঃ এ্যাড. ইয়াসমিন আরা মুক্তি
সদস্যঃ এ্যাড.নুরুল ইসলাম
ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচনে একমাত্র আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে সদস্য পদে এ্যাডভোকেট আব্দুস সোবাহান জয়লাভ করেন।
আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার পর নির্বাচিত বিএনপি সমর্থিত সভাপতি এ্যাডভোকেট আব্দুল হালিম নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার জানান।
এর আগে, গতকাল জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৭২ ভোটারের অংশগ্রহণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
পরে গত সন্ধ্যায় জেলা আইনজীবী সমিতির নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালনকারী এ্যাডভোকেট আব্দুল হামিদ আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।



 
			 
			 
			 
			