ঠাকুরগাঁওয়ে জেলা আ.লীগ অফিসে বোমা বিস্ফোরণ

ঠাকুরগাঁওয়ে পৌর নির্বাচনকে কেন্দ্র করে জেলা আ.লীগ অফিসে বোমা বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে পৌর আ.লীগের সভাপতি ও পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ইকরামুল হক ইকরাম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে সদর থানায় মামলা করেন।

পুলিশ জানায়, আ.লীগ অফিসে বোমা বিস্ফোরণের ঘটনায় অভিযোগ পেলে সদর থানায় একটি মামলা দায়ের হয়। আগামী ১৪ ফেব্রুয়ারি একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন যেন হয় সে লক্ষেই প্রশাসন তৎপর রয়েছে। কেউ যদি বিশৃঙ্খলার সৃষ্টি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, পৌর নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে জেলা আ.লীগ কার্যালয়ে বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাৎক্ষণিকভাবে জেলা আ.লীগের নেতাকর্মীরা শহরের একটি বিক্ষোভ মিছিল ও কার্যালয়ের সামনে সমাবেশ করে সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, জেলা আ.লীগ কার্যালয়ে বোমা বিস্ফোরণের ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আমরা অভিযোগ পেয়েছি। এর সঙ্গে জড়িতদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।