ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের ধাক্কায় মসজিদের মুয়াজ্জিন নিহত

এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও পৌরসভার ২ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত সেনুয়াপাড়ার গোরস্থান সংলগ্ন এলাকায় আজ (১৭ ডিসেম্বর) ট্রাক্টরের ধাক্কায় স্থানীয় গোয়ালপাড়া মসজিদের মুয়াজ্জিন (৬৫) নিহত হন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১ টায় দিকে সেনুয়া বাজারের দিক থেকে একটি বালুবোঝাই ট্রাক্টর অত্যন্ত দ্রুতগতিতে আসছিল। মুয়াজ্জিন সাহেব রাস্তার বামপাশে বসে ছিলেন। এসময় বিপরীত দিক হতে একটি রিকশা আসছিল। রিকশাটিকে যায়গা দিতে ট্রাক্টরটি বামপাশে চেপে যায় এবং বসে থাকা মুয়াজ্জিনের ওপর দিয়ে চলে যায় গাড়িটি। চাকার নিচে পিষ্ট হয়ে বয়স্ক ঐ ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। ট্রাক্টরটি দ্রুত পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, বালুবোঝাই ট্রাক্টরটি নিয়মিত এই রাস্তায় চলাচল করে। গাড়িটি অত্যন্ত দ্রুতগতিতে এবং হৈ-হুল্লোড় কর‍তে করতে যাতায়াত করে।

পরে পুলিশ এসে লাশ তুলে নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করে। পুলিশ জানায়, স্থানীয় প্রত্যক্ষদর্শীরা সহায়তা করলে দ্রুতই ট্রাক্টরটিকে আটক করে আইনের আওতায় আনা সম্ভব হবে।