ঠাকুরগাঁওয়ে দোকানপাট খোলার দাবিত ঠাকুরগাঁও ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

মোঃ জয়নাল আবেদীন, রুহিয়া থানা প্রতিনিধিঃ আজ ৮ এপ্রিল (বৃহস্পতিবার) বেলা ১১ টায় ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় জেলার সকল ব্যবসায়ীরা, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন ।

এবং স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান খুলে রাখার দাবি জানান ব্যবসায়ীরা ।এসময় তারা বলেন রমজান মাসের আগে এভাবে দোকানপাট বন্ধ রাখা হলে ব্যবসায়ীদের পথে বসতে হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা ।

এমনিতেই গত বছরের লকডাউনের ক্ষতি এখনও পুরন  করতে পারেননি  কারণে তারা,তাই স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত দোকানপাট খোলার দাবি জানান ব্যবসায়ীরা ।পরে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের জারি করা বিধিনিষেধ অনুযায়ী জরুরি সেবা ছাড়া অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।