ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত

এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটোরিয়ামে উক্ত আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

বেলুন উড়িয়ে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সকল আনুষ্ঠানিকতা শুরু হয়।

বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মো. আবুল কাশেমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান মু. সাদেক কুরাঈশী, ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. এ. এম. খায়রুল কবির, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. তরিকুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মো. আবু তোরাব মানিক, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি  এম. এ. হান্নান, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ রংপুর জেলা শাখার সভাপতি গাওহারুল ইসলাম, ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোশারুল ইসলাম সরকারসহ আরও অনেকে।

উক্ত আলোচনা সভায় বক্তারা সরকারের বিভিন্ন কার্যক্রমের বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং উপস্থিত প্রশাসনিক কর্মকর্তাদের কাছে বেশকিছু দাবি পেশ করেন।

বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেনসহ অভ্যাগত অতিথিদের গুণীজন সম্মাননা প্রদান করা হয়।

এর আগে বেলা পৌনে ১১ টায় বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের উদ্যোগে র‍্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।

উল্লেখ্য, উক্ত র‍্যালি ও আলোচনা সভায় ঠাকুরগাঁও জেলার প্রায় ১ হাজার সরকারি কর্মচারী অংশগ্রহণ করে।