ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎ ও জ্বালানী স্কাউট ক্যাম্পের উদ্বোধন

এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় ৪ দিন ব্যাপী জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী স্কাউট ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকালে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে এই ক্যাম্পের উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইমদাদুল হক।

উদ্বোধনী সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্কাউট সম্পাদক মনিরুজ্জামান, পৌর মেয়র কশিরুল আলম, উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি মেহের এলাহীসহ আরও অনেকে।

উল্লেখ্য, চারদিনের এই বিদ্যুৎ ও জ্বালানী স্কাউট ক্যাম্পে মোট ৬০ জন শিক্ষার্থী ও ১০ জন প্রশিক্ষক অংশ নিচ্ছেন।