
এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ব্যাডমিন্টন টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) রাত সাড়ে ৯ টায় হলপাড়া একাদশের আয়োজনে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলায় হলপাড়া একাদশকে হারিয়ে আর্ণিকা বোদা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও হলপাড়া একাদশের সভাপতি মো. সুদাম সরকারের সভাপতিত্বে উক্ত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. মাসুদুর রহমান বাবু।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ আপেল, জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুস শহীদ বাবু, কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নলিনী মোহন্ত, কালেক্টরেট কর্মচারী ক্লাবের সভাপতি মু. মাসুদ রানা, জেলা পরিষদ সদস্য মো. মারুফ হোসেন, জেলা পরিষদ সদস্য দেবাশীষ দত্ত সমীরসহ আরও অনেকে।