
মোঃ রকি হাসান পীরগঞ্জ থানা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার পূর্ব হাজীপুরে সাড়ে ৩ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে তাজমুল ইসলাম (১৫) নামের এক কিশোরকে আটক করেছে পীরগঞ্জ থানা পুলিশ।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম।
ওসি বলেন, গতকাল মঙ্গলবার (২২ মার্চ) রাতে ভুক্তভোগীর বাবা থানায় অভিযোগ করেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে আসামিকে আটক করা হয়েছে।
কখন কোথায় কিভাবে ওই কিশোরকে আটক করা হয়েছে তদন্তের স্বার্থে তার কোন বর্ণনা দেননি পুলিশ।
এ ঘটনায় ভুক্তভোগীর পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাসায় কেউ না থাকায় শিশুটিকে একা পেয়ে তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায় পাশের বাড়ির তাজমুল ইসলাম। বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।