ঠাকুরগাঁও পৌরসভার স্থগিত ৭নং ওয়ার্ডের নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হলেন রমজান আলী

মোঃ সোহেল রানা রাণীশংকৈল থানা প্রতিনিধিঃ গতকাল  বুধবার   (৩১মার্চ)সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত ঠাকুরগাঁও পৌরসভার স্থগিত ৭নং ওয়ার্ডের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ইভিএম’র মাধ্যমে আইডিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহন সম্পন্ন হয়। নির্বাচনে ঢেরস প্রতীকের প্রার্থী রমজান আলী ১ হাজার ৮৬৬ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি গাজর প্রতীকের প্রার্থী রতন চন্দ্র দেবনাথ পেয়েছেন ৭৩০ ভোট। জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার জিলহাজ উদ্দিন জানান, সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। গত ১৪ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু নির্বাচনের কিছুদিন পূর্বে ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ময়নুল ইসলাম মারা গেলে শুধুমাত্র ঐ ওয়ার্ডের নির্বাচন স্থগিত করা হয়। ঐ ওয়ার্ডে ৬জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ঐ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৫ হাজার ৭৫৮ জন।