ঠাকুরগাঁও মডেল স্কুল এন্ড কলেজে বার্ষিক পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ঠাকুরগাঁও মডেল স্কুল এন্ড কলেজ।

বৃহস্পতিবার (২ মার্চ) বিকাল ৪ টায় বিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে বার্ষিক পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের যাবতীয় কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন দিনাজপুরের অবসরপ্রাপ্ত সিভিল সার্জন আলহাজ্ব ডা. মো. নুরুল হুদা। বিদ্যালয় পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাফেজ মো. রশিদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানসমূহে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা শিক্ষা অফিসার মো. লিয়াকত আলী সরকার, ঠাকুরগাঁও সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মমতাজ ফেরদৌসি, ঠাকুরগাঁও পৌরসভার ১,২,৩ সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর মোছা. নাজিরা আক্তার স্বপ্না, ঠাকুরগাঁও মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন রিপনসহ আরও অনেকে।

অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুরের অবসরপ্রাপ্ত সিভিল সার্জন আলহাজ্ব ডা. মো. নুরুল হুদা বিদ্যালয়ের শ্রেষ্ঠত্ব কামনা করে সামনে এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, হাজার হাজার নবীন-প্রবীন ছাত্র-শিক্ষক-অভিভাবক মিলিয়ে একরকম মিলনমেলায় পরিণত হয় ঠাকুরগাঁও মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণ।