ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে একজনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি বাংলাদেশি নাকি ভারতীয়, তা নিশ্চিত করতে পারেনি বিজিবি। তবে স্থানীয়রা বলছেন, নিহত ব্যক্তি বাংলাদেশি। তার নাম রাসেল।

শনিবার (১২ জুলাই) ভোররাতে উপজেলার মিনাপুর সীমান্তের ৩৫৩ নম্বর প্রধান পিলারের কাছে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরবেলা ভারতের উত্তর দিনাজপুর জেলার পারিয়াল বিএসএফ ক্যাম্প থেকে গুলি ছোঁড়া হয়। গুলিটি এক যুবকের কোমরের ওপর লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় তার।

দিনাজপুর-৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, ভারতীয় সীমান্তে গুলির ঘটনা ঘটেছে বিষয়টি আমরা জানতে পেরেছি। তবে, বিএসএফ এখনো নিশ্চিত করেনি নিহত ব্যক্তি বাংলাদেশি না ভারতীয়। বিষয়টি জানার জন্য তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

হরিপুর থানার ওসি জাকারিয়া মণ্ডল বলেন, ‘রাসেল নামে একজনের মৃত্যুর কথা শুনেছি। বিজিবির সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তারা জানিয়েছে, বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক হওয়ার পর নাম-ঠিকানা নিশ্চিত করা যাবে। তারপর বিষয়টি খতিয়ে দেখা হবে।’