মোঃ জয়নাল আবেদীন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার ২০০৪ সালের একটি হত্যা মামলায় মোঃ সিদ্দিকুল ইসলাম চৌধুরী নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ (৩১ আগস্ট) বুধবার ঠাকুরগাঁও বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ গাজী দেলোয়ার হোসেন ওই আসামীর যাবজ্জীবন কারাদণ্ড ও ১০০০ টাকা জরিমানার আদেশ প্রদান করেন।
এ মামলায় সাদেকুল ইসলাম চৌধুরীকে খালাস দেওয়া হয়। আদালত সূত্রে জানা গেছে-২০০৪ সালের ২০ নভেম্বর ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের ধর্মপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে তুমিতো ওয়াহেদ আলীর ছেলে জাকিরুল ইসলাম (ভিকটিম) এর সাথে চাচাতো ভাই সিদ্দিকুল ইসলাম চৌধুরীদের মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কিছু মানুষ আহত হয়। পরে জাফিরুলের মৃত্যু হলে, ২০০৪ সালের ২৬ নভেম্বর জাফিরুল ইসলামের ভাই মুকুল বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় ১৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।
ওই মামলার দীর্ঘ তদন্ত শেষে দুইজনকে রেখে বাকিদের নাম বাদ দিয়ে চূড়ান্ত তদন্ত রিপোর্ট প্রদান করে পুলিশ। পরে আদালতে দীর্ঘদিন শুনানি শেষে মূল অভিযুক্ত সিদ্দিকুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ডা ও ১ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান- করে তার ভাই সাদেকুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেয় আদালত।


