ঠাকুরগাঁও হরিপুরে দূধর্ষ ডাকাতি মামলার পলাতক আসামি আটক

মোঃ আনোয়ার হোসেন, হরিপুর উপজেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার হরিপুরে, কুড়িগ্রাম জেলা রৌমারী উপজেলার দূধর্ষ ডাকাতি মামলা জিআর ৬১/১৯ ওয়ারেন্ট ভুক্ত আসামী মোঃ সইদুল পিতাঃ মদেল, সাং ইজলামী উপজেলাঃ রৌমারী, জেলা ঃ কুড়িগ্রাম । হরিপুর উপজেলার ৬ নং ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদের এলাকায় লুকিয়ে ছিল এবং দীর্ঘদিন ধরে এই এলাকায় অবস্থান করে আসছিল।

তার চলাফেরা সন্দেহ জনক প্রকাশ পায়, গোপন সংবাদ এর ভিত্তিতে এস আই আবু ঈসার নেতৃত্বে গোপন সংবাদ এর ভিত্তিতে ,১৪-৮-২০২১ ভোর ৪ টায় একটি বিশেষ দল অভিযান চালিয়ে হরিপুর থানার ৬ নং ভাতুরিয়া ইউপির এলাকায় মোঃ শহিদুল আটক করে, এবং এস আই আবু ঈসা বলেন, প্রথমে অভিযানের পরিকল্পনার করি, তারপর প্রস্তুতি নিয়ে বিভিন্ন জায়গায় সাদা পোশাকে অবস্থান করি এবং সর্বশেষ অবস্থান নিশ্চিত হয়ে ঐ এলাকায় অবস্থান করে কাঁঠাল ডাঙ্গী এলাকায় হতে বেরিয়ে অনত্র এলাকায় যাওয়ার প্রস্তুতি নেয়। সেই চতুর্দিক থেকে তাকে ঘিরে ফেলা হয় এবং সইদুল কে আটক করা হয়।

আটকের বিষয়ে, হরিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কে জিজ্ঞেস করা হলে, তিনি জানান, গোপন সংবাদ ভিত্তিতে এস আই আবু ঈসা ও একটি বিশেষ দল গঠন করে অভিযানে পাঠাই এবং আটক সইদুল কে করে। আজ ১৪-৮-২০২১ ঠাকুরগাঁও কোর্টে সোপর্দ করা হবে