
মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও-১ আসনে আবারো নৌকার মাঝি হলেন সাবেক পানি সম্পদ মন্ত্রী বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন রমেশ চন্দ্র সেন।
রমেশ চন্দ্র সেন বলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার রাস্তাঘাট ও বিদ্যুতের ক্ষেত্রে ব্যাপকভাবে যে উন্নয়ন তিনি করেছেন এরপূর্বে কেউ এত উন্নয়ন করতে পারেননি বলে দাবি করেন। এ হিসেবে তিনি বিপুল ভোটে জয়লাভের আশা করছেন।
ঠাকুরগাঁও-১ আসনের এমপি ও আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, তৃণমূলের সঙ্গে আমার ভালো যোগাযোগ রয়েছে।
১৯৮৬, ১৯৯১ ও ১৯৯৬ সালের নির্বাচনে এই আসনে সাংসদ হন আওয়ামী লীগের খাদেমুল ইসলাম। ১৯৯৬ সালে তাঁর মৃত্যুর পর উপনির্বাচনে দলের মনোনয়ন পেয়ে সাংসদ হন রমেশ চন্দ্র সেন। ২০০১ সালে তিনি মির্জা ফখরুলের কাছে হারলেও ২০০৮ সালে আসনটি উদ্ধার করেন। সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বও পান। ২০১৪ সালের নির্বাচনে ওয়ার্কার্স পার্টির প্রার্থী ইমরান হোসেন চৌধুরীকে হারিয়ে আবারও নির্বাচিত হন তিনি। ১৯৯৬ সাল থেকে দলের প্রার্থী হয়ে চার নির্বাচনের তিনটিতেই আওয়ামী লীগকে জয় এনে দিয়েছেন বর্তমান সাংসদ ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন।