
মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও -২ আসনে সপ্তমবারের মত নৌকার চুড়ান্ত মাঝি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব দবিরুল ইসলাম। ২৫ নভেম্বর
রোববার সকালে আ’লীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এ সংক্রান্ত চিঠিটি রিসিভ করেছেন। বর্তমানে তিনি ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ছয় ছয়বারের সাংসদ।
ঠাকুরগাঁও-২ আসনটি দীর্ঘ ৩০ বছর যাবৎ ধরে রেখেছেন উত্তরবঙ্গের বর্ষিয়ান রাজনীতিবিদ আওয়ামী লীগের এমপি দবিরুল ইসলাম। সব নির্বাচনেই সেখানে আওয়ামী লীগের প্রতিদ্বন্ধীতা হয়েছে বি এন পি, জামায়াতের সাথে। কিন্তু কখনো তারা নির্বাচিত হতে পারেনি।
হরিপুর উপজেলা বঙ্গবন্ধু পরিষদের অন্যতম সদস্য আবু বকর সিদ্দিক লিটন বলেছেন, যতবার দবিরুল এই আসনে প্রার্থী হয়েছেন, ততবারই তিনি বিজয় ছিনিয়ে এনেছেন। বালিয়াডাঙ্গী উপজেলা পাড়িয়া ইউনিয়নের আওয়ামী লীগের সদস্য আব্দুল খালেক বলেন যতবার এমপি দবিরুল ইসলাম মনোনয়ন পেয়েছেন ততবার বিপুল ভোটে বিজয় হয়েছেন এমপি হিসেবে ।
তিনি ওই এলাকায় ভোটের যাদুকর হিসেবে পরিচিত। এছাড়া নির্বাচনী এলাকায় রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, সীমান্ত নদীর বাঁধ নির্মাণ এবং শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণসহ ব্যাপক উন্নয়ন করেছেন। বিশেষ করে দারিদ্র্য পীড়িত ওই এলাকার মানুষের ভাগ্যোন্নয়নেও অবদান অব্যাহত রেখেছেন।
এমপি দবিরুল ইসলাম বলেন, অনেক ষড়যন্ত্রের মধ্যেও আমি প্রধানমন্ত্রীর স্বপ্নের সমৃদ্ধ বাংলাদেশ গড়তে স্থানীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। জননেত্রী শেখ হাসিনা যেহেতু আমার উপর আস্থা রেখে নৌকা প্রতীক দিয়েছেন আমি আবারও বিপুল ভোটে বিজয়ী হয়ে আসনটি উপহার দিবো ইনশাল্লাহ।