বিনোদন ডেস্ক : ঠোঁট খুলে খাবার খেতে হয় এক অভিনেত্রীকে। এভেলিনা ব্লেডান্স নামের রাশিয়ান টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তিনি। তবে চরিত্রের প্রয়োজনে এমনটা করতে হচ্ছে তাকে। ডেইলি মেইল পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, এভেলিনা একটি টিভি সিরিজের চরিত্রের প্রয়োজনে পাউট লিপ ব্যবহার করেছে। ঠোঁট কিছুটা ফোলানোর জন্য সিলিকন ব্যবহার করে এই নকল ঠোঁট তৈরি করা হয়। আর খাবার খাওয়ার সময় সেই ঠোঁট খুলে খাবার খেতে হয়।
এদিকে এভেলিনা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিষয়টির একটি ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওটি প্রকাশের পর তা ভাইরাল হয়ে যায়। প্রকাশিত ভিডিওতে দেখা যায়- মেকআপ রুমে চেয়ারে বসে আছেন এভেলিনা। মেকআপ ম্যান এভেলিনার ঠোঁটে লাগানো কৃত্রিম ঠোঁটটি তুলছেন। এ সময় বেশ ব্যথাও অনুভব করছেন তিনি।
সিলিকনের এমন ঠোঁট ব্যবহার করে প্রতিদিন তাকে ১২ ঘণ্টা শুটিং করতে হয় বলে জানিয়েছেন ৪৭ বছর বয়সি এই অভিনেত্রী।
দেখুন : প্রকাশিত ভিডিও
javascript:;