ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকায় ছুরিকাঘাতে এক যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : জেলার ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকায় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে।

নিহতের নাম সাদ্দাম  হোসেন (২২) । সে একজন মাংস ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।

সোমবার সকালে আগ্রাবাদ লাকি প্লাজা মার্কেট এলাকার (সাউথ ল্যাণ্ড মার্কেট সংলগ্ন) সামিয়া গার্মেন্টসের সামনে এই ঘটনা ঘটে।

ডবলমুরিং থানার এসআই হেলাল উদ্দিন নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, আজ ভোরে সাদ্দামকে কে বা কারা ফোন করে ডেকে নিয়ে যায়। পরে সাউথ ল্যাণ্ড মার্কেটের সামনে তাকে ছুরিকাঘাত করে ফেলে যায়।

গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক কাঞ্চন দে বলেন, স্থানীয়রা সাদ্দামকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।