ডলার বাতিল করতে চীনের সঙ্গে চুক্তিতে যাচ্ছে ইরান

iran-china

নিজেদের মধ্যে ব্যবসায় বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে ডলার বাদ দিতে চায় চীন ও ইরান । মার্কিন নিষেধাজ্ঞা এড়ানোর জন্য এটি একটি কার্যকর পদক্ষেপ বলে মনে করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াত উল্ল্যাহ খমিয়েনি। সোমবার তার উপদেষ্টা আলী আকা মোহাম্মদির উদৃতি দিয়ে এ খবর প্রকাশ করেছে রেডিও তেহরান।

খবরে বলা হয় ডলার বাদ দিতে চীনের সঙ্গে কৌশলগত চুক্তি করতে যাচ্ছে ইরান। ২৫ বছরের এই রোড ম্যাপ চুক্তির চেয়েও বেশি কিছু। চুক্তিতে সুনির্দিষ্ট একটি বিষয় থাকে কিন্তু এই রোডম্যাপ আরো বেশি বিস্তৃত।

খামেয়েনির উপদেষ্টা বলেন, ‘তৃতীয় পক্ষের কোনো হস্তক্ষেপ ছাড়া অংশীদারিত্বের এই রোড ম্যাপ দু দেশের অর্থনৈতিক এবং প্রতিরক্ষা সহযোগিতা নিশ্চিত করবে। ইরান এবং চীনের ওপর যেসব ক্ষেত্রে আমেরিকা নিষেধাজ্ঞা আরোপ করে এই চুক্তি তা থেকে সুরক্ষা দেবে এবং দু’দেশের মধ্যে প্রতিরক্ষা বিষয়ক সহযোগিতা বাড়বে।’

দীর্ঘদিন যাবত ইরানের উপর নানা কৌশলে নিষেধাজ্ঞা জারি করে আসছে যুক্তরাষ্ট্র। পরমাণু ইস্যুতে ২০১৫ সালে ৬ জাতিগোষ্টীর চুক্তি থেকে ২০১৮ সালে এক তরফাভাবে বেরিয়ে যায় যুক্তরাষ্ট্র। এর পর থেকে দেশ দুটির বাণিজ্যিক ও সামরিক যুদ্ধের উত্তেজনা বাড়তে থাকে। ইরানের রেভ্যুলোশনারি গার্ড বাহিনীর প্রধান এবং দেশটির সর্বোচ্চ নেতার আস্থাভাজন কমান্ডার কাসেম সোলাইমানি মার্কিন হামলায় ইরাকে নিহত হন। এর পর উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছে যায়।