ডাকযোগে পৌঁছেছে ২১ হাজার প্রবাসীর ভোট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল পর্যন্ত ডাকযোগে প্রবাসীদের পাঠানো ২১ হাজার ৫০৮টি পোস্টাল ব্যালট বাংলাদেশে পৌঁছেছে। নির্বাচন কমিশনের ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত এসব ব্যালট দেশে এসে পৌঁছায়।

তিনি বলেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে বাংলাদেশ থেকে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছিল। সর্বশেষ তথ্য অনুযায়ী, এর মধ্যে ৪ লাখ ৯৩ হাজার ৯২০ জন প্রবাসী ব্যালট গ্রহণ করেছেন। তাদের মধ্যে ভোট দিয়েছেন ৪ লাখ ২৫ হাজার ৭৮৮ জন এবং ভোট প্রদান শেষে ৩ লাখ ৭০ হাজার ৩২২টি ব্যালট সংশ্লিষ্ট দেশের ডাকঘরে জমা দিয়েছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, প্রবাসীরা ব্যালট পাওয়ার পর যত দ্রুত সম্ভব ভোট দিয়ে নিকটস্থ পোস্ট অফিসে পাঠাবেন। বিধি অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ব্যালট পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পর প্রাপ্ত কোনো ব্যালট গণনায় অন্তর্ভুক্ত করা হবে না। এবারই প্রথম ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে রেকর্ড সংখ্যক ভোটার নিবন্ধন করেছেন। এ পদ্ধতিতে ভোট দেওয়ার জন্য মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার আবেদন করেছেন, যার অর্ধেকের বেশি প্রবাসী ভোটার।
প্রবাসীদের পাশাপাশি দেশের ভেতরে তিন শ্রেণির নাগরিক পোস্টাল ব্যালটে ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন। তারা হলেন-নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনগত হেফাজতে থাকা কারাবন্দি ভোটার

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওই দিনই সাধারণ ভোটের পাশাপাশি ডাকযোগে প্রাপ্ত পোস্টাল ব্যালটগুলো গণনা করবেন রিটার্নিং কর্মকর্তারা।