
বগুড়া প্রতিনিধি: বগুড়ায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৯ জনকে অস্ত্রসহ আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)। এ সময় তাদের কাছে থেকে পাঁচটি ধারালো ছুরি, একটি রশি উদ্ধার করা হয়। এছাড়া তাদের ব্যবহৃত মুঠোফোনও উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- রুবেল, ব্রজ, ইমরান হোসেন, জীবন দাস, ভোট মিয়া, কাজল, শাফি খাঁ, রবিউল ও বেলাল গাজী। তারা সবাই বগুড়ার সদর উপজেলার বাসিন্দা।
শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে বগুড়া র্যাব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বগুড়া র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. সোহরাব হোসেন জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে বগুড়া সদর উপজেলার মহিষবাথান এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা ঐ এলাকায় একত্র হয়ে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় অস্ত্রসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে।