ডাকাতি হওয়া স্বর্ণালংকার উদ্ধার ও জড়িতদের গ্রেফতারের দাবিতে ধর্মঘট ও মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি,মো.মোছাদ্দেক বিল্লাহ : ঝালকাঠিতে ডাকাতি হওয়া স্বর্ণালংকার উদ্ধার ও জড়িতদের গ্রেফতারের দাবিতে ২৪ ঘন্টার ধর্মঘট পালন করছে জেলা স্বর্ণ ব্যবসায়ী সমিতি। একই দাবীতে ঘন্টাব্যাপি মানববন্ধনও করা হয়েছে। রোববার সকাল ১১টায় শহরের ডাক্তারপট্টি এলাকায় জেলা শহরের সকল স্বর্ণ ব্যবসায়ী ও কর্মচারীরা এ মানববন্ধন পালন করেন।
মানববন্ধনে ব্যবসায়ীরা বলেন, গত ২১ নভেম্বর সন্ধায় শহরের ডাক্তারপট্টি সড়কের মুসলিম গিনি হাউজে একদল সশস্ত্র ডাকাত বোমা ফাটিয়ে ১১৪ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় দুই ডাকাত ধরা পরে। গ্রেপ্তার ওই দুই ডাকাত ঘটনায় জড়িত আরও ৬ নাম আদালতে প্রকাশ করলেও পুলিশ এখন তাদের গ্রেপ্তার এবং বাকি ৭৪ ভরি স্বর্ণ উদ্ধারে ব্যর্থ হয়েছে। তাই প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে রোববার ঝালকাঠির সব জুয়েলারীর দোকান ২৪ ঘন্টা বন্ধ থাকবে। প্রশাসন খুব তাড়াতাড়ি সব ডাকাতদের গ্রেপ্তার, বাকি স্বনালংকার উদ্ধার না করতে পারলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান স্বর্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।