ডাচ-বাংলা ব্যাংকের ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

অর্থনৈতিক প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ডাচ-বাংলা ব্যাংক  লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। যার পুরোটাই নগদ।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। গত বছর ব্যাংকটি ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

সূত্র জানায়, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৮১ পয়সা। গত বছর কোম্পানিটির ইপিএস ছিল ১৫ টাকা ১০ পয়সা।

একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৮৮ টাকা ৩০ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ৮৩ টাকা ৭৭ পয়সা।

আগামী ৩০ মার্চ কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ মার্চ।