ডারবান টেস্টে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে অল্প রানেই বেধে ফেলেছে লঙ্কানরা। দ্বিতীয় দিনের প্রথম সেশনেই ১৯১ রানে অলআউট হয় প্রোটিয়ারা। দলের পক্ষে সর্বোচ্চ ৭০ রান করেন অধিনায়ক টেম্বা বাভুমা।
বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে খেলা হয় মাত্র ২০ দশমিক ৪ ওভার। ৪ উইকেট হারিয়ে দলীয় ৮০ রানে শেষ হওয়া আগের দিনের দুই অপরাজিত ব্যাটার টেম্বা বাভুমা ও কাইল ভেরেইনের ব্যাটে ভর করে লড়াকু সংগ্রহের পথে এগোয় স্বাগতিকরা।
কেশব মহারাজের ব্যাট থেকে আসে ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান। বাকিদের ব্যাটও হাসেনি এদিন। শেষ দিকে রাবাদার ব্যাটে আসে ১৫ রান। তবুও দলীয় দ্বিশতক পেরোতে ব্যর্থ স্বাগতিকরা।
লঙ্কানদের পক্ষে ৩টি করে উইকেট তুলে নেন ফার্নান্দো ও লাহিরু কুমারা। ২টি করে উইকেট পান বিশ্ব ফার্নান্দো ও প্রভাত জয়াসুরিয়া।
লাঞ্চের পর ব্যাট করতে নামে সফরকারীরা। প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৬ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা।