‘ডাস্টবিনে ছুড়ে ফেলা আওয়ামী বয়ান কুড়িয়েই রাজনীতি করতে হবে?’

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী মিথ্যা বয়ানের রাজনীতির কবর রচিত হয়েছে। নতুন প্রজন্ম আওয়ামী লীগের তৈরি প্রতিটি বয়ানকে ডাস্টবিন ছুড়ে মেরেছে। কিন্তু ডাস্টবিন থেকে কুড়িয়ে সেই আওয়ামী বয়ানকে ধারণ করেই রাজনীতি করতে হবে?

স্বৈরাচার আওয়ামী সরকার পতনের পর নতুন বাংলাদেশেও সেই পুরোনো রাজনৈতিক কাঠামো ও বায়ান নিয়ে আক্ষেপ প্রকাশ করে এমনই প্রশ্ন তুলেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম।

শুক্রবার (২৪ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক দেওয়া এক পোস্টে ওই প্রশ্ন তোলেন ছাত্রশিবিরের সভাপতি। যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

পোস্টে তিনি আক্ষেপ করে বলেন-

‘আওয়ামী বয়ানে নয়া রাজনীতি! ৭১ নিয়ে আওয়ামী মিথ্যা বয়ানের রাজনীতি ৩৬ জুলাই কবর রচিত হয়েছে। এই প্রজন্ম আওয়ামী লীগের তৈরি প্রতিটি বয়ানকে ডাস্টবিনে ছুড়ে মেরেছে। কিন্তু ডাস্টবিন থেকে কুড়িয়ে আওয়ামী বয়ানকে ধারণ করেই রাজনীতি করতে হবে!’

ছাত্রশিবির সভাপতি এরপরই পরিণতি সম্পর্কে সতর্ক করে বলেন, ‘নতুন বয়ানের সংকট! ওকে চালিয়ে যান। পরিণতি যদি ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতই হয়, তাহলে সেই দায় কার? বড্ড মুশকিলি সমীকরণ!’

আওয়ামী বয়ানকে ধারণকারীদের প্রতি মায়া হয় উল্লেখ করে জাহিদুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের বয়ান কপচানো মানুষগুলোকে দেখলে সত্যিই মায়া হয়। মুখে নয়া রাজনীতির ফেনা আর বাস্তবে আওয়ামী বয়ানের উচ্ছিষ্ট নিয়ে পথচলা। আসন্ন পরিণতি উপলব্ধি করে সত্যিই মায়া হয়।

তারা ‘নিজের পায়ে কুড়াল মারবে’ মন্তব্য করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী বলেন, তারা ‘নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারবে কিন্তু আমাদের পরামর্শ গ্রহণ করবে না।’

এরপরই তিনি সুপরামর্শ দিয়ে বলেন, ‘অন্যকে ব্যবহার করার রাজনীতি না করে নিজের পায়ে দাঁড়ানো ও নিজস্ব বয়ান তৈরি করাই রাজনীতির নৈতিকতা। সবার জন্য দোয়া ও শুভকামনা।’