
ডায়াবেটিস বেশ প্রচলিত রোগ বর্তমানে। কারা এই রোগে বেশি ঝুঁকিপ্রবণ এ নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৫৭০তম পর্বে কথা বলেছেন ডা. জাহাঙ্গীর আলম। বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালের মেডিসিন বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত আছেন।
প্রশ্ন : ডায়াবেটিস রোগটি কী? এতে কারা বেশি ঝুঁকিপ্রবণ?
উত্তর : আপনি জানেন, ডায়াবেটিস সারা দুনিয়াতে একটি মহামারী হিসেবে স্বীকৃত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে এপিডেমিক হিসেবে স্বীকৃতি দিয়েছে। ডায়াবেটিসের প্রাদুর্ভাব দিন দিন বাড়ছে। এই বছরের হিসাব পর্যন্ত সারা দুনিয়াতে ৪৮০ মিলিয়ন ডায়াবেটিসে আক্রান্ত রোগী আছে। এভাবে যদি এর হার বাড়তে পারে, আগামী কয়েক বছরের মধ্যে ৬৪০ মিলিয়ন হয়ে যাবে। বাংলাদেশেও এটি প্রতিনিয়ত বাড়ছে। কেননা আমরা যত আধুনিক জীবনব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত হচ্ছি, আমাদের কায়িক পরিশ্রম কমে যাচ্ছে। আমাদের যে স্বাভাবিক খাবারদাবারগুলো ছিল সেগুলোর পরিবর্তন হচ্ছে। আমরা স্থূলতার শিকার হচ্ছি। আমাদের কায়িক পরিশ্রম সেভাবে হচ্ছে না। আমরা ব্যায়াম সেভাবে করতে পারছি না। আমরা সাউথইস্ট এশিয়ার জনগণ বিশেষ করে চায় না, ভারত এবং অন্যান্য যেসব প্রতিবেশী দেশ রয়েছে, আমরা ডায়াবেটিসের ঝুঁকিপ্রবণ। কিন্তু যেহেতু আধুনিকতার ছাপ আমাদের ওপর পড়েছে, আমাদের জীবনযাপন, খাবারদাবার পরিবর্তন হয়ে গেছে, এর প্রাদুর্ভাব দিন দিন বেড়ে যাচ্ছে। ডায়াবেটিসের চিকিৎসায় তিনটি জিনিস আপনাকে একসঙ্গে চালু রাখতে হবে।
প্রশ্ন : কী কী?
উত্তর : একটি হলো জীবনব্যবস্থা। জীবনযাপনের মধ্যে পড়ছে ব্যায়াম, খাদ্যনিয়ন্ত্রণ, এরপর আসছে ওষুধ। আমরা জানি ডায়াবেটিস হলো শর্করাজাতীয় খাদ্যের বিপাকীয় সমস্যা। সুতরাং সমস্যা হচ্ছে, গ্লুকোজটা এখানে বিপাক হতে পারছে না। কেন? ডায়াবেটিস প্রকারভেদে টাইপ-ওয়ান ও টাইপ-টু। টাইপ-ওয়ান ডায়াবেটিসে আমাদের শরীরে যে অগ্ন্যাশয় আছে, তা থেকে একবারে ইনসুলিন তৈরি হয় না। আর টাইপ-টু হচ্ছে যেটি সবচেয়ে প্রচলিত। প্রায় ৯৫/৯৬ ভাগ আমাদের দেশে। এখানে আমাদের শরীর থেকে ইনসুলিন বের হয়, তবে কম পরিমাণে এবং এই ইনসুলিনগুলো যেখানে যেখানে গিয়ে কাজ করবে, এই কাজের জায়গাতে ইনসুলিন ভালোভাবে কাজ করতে পারে না। অর্থাৎ ইনসুলিন রেজিসটেন্স।
দেশজুড়ে সকল বিভাগের অভিজ্ঞ ডাক্তারদের খোঁজ পেতে ও অ্যাপয়েন্টমেন্ট নিতে ভিজিট করুন www.doctorola.com অথবা কল করুন 16484 নম্বরে। Doctorola.com বাংলাদেশের প্রথম অনলাইন ও কল সেন্টার ভিত্তিক ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট সার্ভিস।