ডা. এম আর খানের মৃত্যুতে শোক

নিজস্ব প্রতিবেদক : জাতীয় অধ্যাপক ও প্রখ্যাত শিশুরোগ বিশেষজ্ঞ এম আর খানের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।

শোক প্রকাশ করেছেন- স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম, ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) শোক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানায়।

শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘শিশুরোগ চিকিৎসায় ডা. খানের অবদানের কথা জাতি চিরদিন গভীরভাবে স্মরণ রাখবে। তার মৃত্যুতে জাতি একজন বিখ্যাত শিশু বিশেষজ্ঞকে হারালো।’

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম শোকবার্তায় বলেন, ডা. খানের মৃত্যুতে বাংলাদেশের চিকিৎসা সেবার ক্ষেত্রে বিশাল শূন্যতার সৃষ্টি হলো। শিশু স্বাস্থ্যের উন্নয়নে তার অবদান জাতি চিরদিন স্মরণ করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ডা. এম আর খান স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার উদ্যোগে যেমন শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন গড়ে উঠেছে, তেমনই দেশের বিভিন্ন স্থানে গড়ে তুলেছেন নানা প্রতিষ্ঠান। ধূমপানবিরোধী আন্দোলন এবং দেশ থেকে পোলিও নির্মূলে তার উদ্যোগী ভূমিকা রয়েছে। প্রকৃত দেশপ্রেমিক হিসেবে সামাজিকভাবে এবং বাংলাদেশের স্বাস্থ্যসেবা উন্নয়নের ক্ষেত্রে তার অবদান জাতি স্মরণ রাখবে।

ডা. এম আর খান শনিবার বেলা ৪টা ২৫ মিনিটে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৮৮ বছর।