নিজস্ব প্রতিবেদকঃ রক্তচাপ ও অন্যান্য শারীরিক সমস্যা একই অবস্থায় থাকলেও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী এখন নিজ হাতে খাবার খেতে পারছেন।
সোমবার বিকালে ডা. জাফরুল্লাহর চিকিৎসক ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফি একথা জানিয়েছেন।
হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের অফিসিয়াল ফেসবুক পেজে বলা হয়, ডা. জাফরুল্লাহ চৌধুরীর সার্বিক শারীরিক অবস্থা অপরিবর্তিত। তার ফুসফুস কোভিড নিউমোনিয়ায় আক্রান্ত। যথেষ্ট অক্সিজেন ও এন্টিবায়োটিক দেয়া হচ্ছে। রক্তচাপ ও অন্যান্য ক্লিনিক্যাল অবস্থা স্থিতিশীল।
৭৯ বছর বয়স্ক এই চিকিৎসক মুক্তিযোদ্ধা দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছেন। তাকে নিয়মিত ডায়ালাইসিস করাতে হয়।
এরমধ্যে হঠাৎ করে তিনি করোনায় আক্রান্ত হয়ে পড়েন। গণস্বাস্থ্য কেন্দ্র-উদ্ভাবিত করোনা শনাক্তে র্যাপিড টেস্টিং কিট দিয়ে পরীক্ষা করিয়ে ২৫ মে জাফরুল্লাহ চৌধুরী নিজেই আক্রান্ত হওয়ার খবর জানান। পরে বিএসএমএমইউতে পিসিআর পরীক্ষাতেও ২৮ মে তার করোনা পজিটিভ আসে।
ফেসবুক পোস্টে বলা হয়, তার নিয়মিত ডায়ালাইসিস এবং চেস্ট ফিজিওথেরাপি চলছে। ডা. জাফরুল্লাহ চৌধুরীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফি, অধ্যাপক ডা. নজীবের সার্বক্ষণিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। আপনাদের সবার দোয়া চেয়েছেন তিনি।
প্রসঙ্গত, জাফরুল্লাহ চৌধুরীর পর তার স্ত্রী ও ছেলেও করোনা আক্রান্ত হয়েছেন। তবে তারা বাসায় চিকিৎসা নিচ্ছেন।


