জ্যেষ্ঠ প্রতিবেদকঃ কভিড-১৯ বা নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ডা. মঈন উদ্দিন মৃত্যুবরণ করায় গভীর শোক ও নিহতের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
দলটির সভাপতি হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার এক শোকবার্তায় ডা. মঈনকে করোনার বিরুদ্ধে যুদ্ধের প্রথম কাতারের বীরযোদ্ধা হিসেবে অভিহিত করেন।
সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিনের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় তার শোক সন্তপ্ত পরিবার-স্বজন-সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
এসময় এই চিকিৎসকের প্রতি জাতীয় সম্মান প্রদান করে তার পরিবারের সব দায়িত্ব গ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানান তারা। একইসঙ্গে করোনার বিরুদ্ধে যুদ্ধে সামনের কাতারের যোদ্ধা ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় ব্যক্তিগত সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত, প্রণোদনা, ঝুঁকিবীমা, এককালীন সম্মানী ঘোষণার জন্যও সরকারের প্রতি দাবি জানান জাসদের শীর্ষ নেতাদ্বয়।


