নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : টঙ্গীর ট্যাম্পাকো ফয়েলস কারখানায় অগ্নিকাণ্ডের পর থেকে নিখোঁজ শ্রমিকদের মধ্যে চারজনের স্বজনরা ডিএনএ পরীক্ষার ফলাফল জানতে জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
অগ্নিকাণ্ডে নিহত ৩৯ জনের মধ্যে ৩১ জনের পরিচয় মিলেছে। আটজনের পরিচয় এখনো শনাক্ত হয়নি। লাশগুলো ডিএনএ টেস্টের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় নয়জন শ্রমিক নিখোঁজ রয়েছে।
কারখানার মেশিন অপারেটর আনিসুর রহমানের স্ত্রী শারমিন আক্তার শিল্পী, মাগুরা জেলার ছনপুর গ্রামের আজিম উদ্দিনের স্ত্রী পারভীন আক্তার, টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার উপুলকি গ্রামের আবুল হোসেনের স্ত্রী নূরুন্নাহার ও কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার টঙ্কি গ্রামের বাসিন্দা মাসুম আহমেদের স্ত্রী রূপালী বেগম সোমবার গাজীপুর জেলা প্রশাসকের সঙ্গে দেখা করেন। পরে তারা গাজীপুর প্রেসক্লাবে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এ ব্যাপারে জেলা প্রশাসক এস এম আলম সাংবাদিকদের জানান, নিখোঁজ চার শ্রমিকের স্বজনরা নিহতদের ডিএনএ পরীক্ষার ফলাফল জানতে এসেছিলেন। সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের কাছে খোঁজ নিয়ে ওই বিষয়ে তাদের পরে জানানো হবে।
ওই দুর্ঘটনার মামলার তদন্তকারী কর্মকর্তা টঙ্গী থানার এসআই সুমন ভক্ত জানান, ডিএনএ টেস্টের জন্য ২১ সেপ্টেম্বর নিখোঁজ নয়জনের পরিবারের স্বজনদের রক্ত ও লালা নেওয়া হয়েছে। সিআইডি’র ফরেনসিক বিভাগ ডিএনএ পরীক্ষা করছেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে লাশ রয়েছে আটটি। শ্রমিক নিখোঁজ রয়েছেন নয়জন। নয়জনের স্বজনরা ওই আট লাশের দাবি করছেন।
ফরেনসিক বিভাগের কর্মকর্তাদের বরাত দিয়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন, তাদের ডিএনএ পরীক্ষার ফল পেতে জানুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।
তিনি আরো জানান, গত ১০ সেপ্টেম্বর ভোরে বিস্ফোরণের পর আগুনে ট্যাম্পাকো ফয়েলস কারখানা বিধ্বস্ত হয়। এতে মারা যান ৩৯ জন। আহত হন কমপক্ষে ৪০ জন।
ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, গাজীপুর জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও তিতাস গ্যাস কর্তৃপক্ষের পক্ষ থেকে পাঁচটি তদন্ত কমিটি গঠন করা হয়। এ ঘটনায় টঙ্গী থানায় দুটি মামলা হয়েছে। ওই মামলার আসামিরা জামিনে রয়েছেন।


