ডিএনসিসি নির্বাচনের তফসিল ঘোষণা পরই দলের মনোনয়ন বোর্ড প্রার্থী নির্ধারণ করে নাম ঘোষণা

সচিবালয় প্রতিবেদক : সোমবার সচিবালয়ে যোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের জন্য এক ব্যক্তি (ব্যবসায়ী নেতা মো. আতিকুল ইসলাম) প্রচার চালাচ্ছেন। তাকে এখনো আওয়ামী লীগের প্রার্থী বলা যাবে না। কারণ, তফসিল ঘোষণার পরই দলের মনোনয়ন বোর্ড প্রার্থী ঠিক করবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনের তফসিল ঘোষণার পরই দলের মনোনয়ন বোর্ড প্রার্থী নির্ধারণ করে নাম ঘোষণা করবে।

 

তিনি আরো বলেন, তাকে (আতিকুল) প্রার্থী হিসেবে প্রধানমন্ত্রী গ্রিন সিগন্যাল দিয়েছেন। প্রধানমন্ত্রী তাকে সেটা বলতেই পারেন। তিনি জনগণের কাছে যাক, জনমত পরীক্ষা-নিরীক্ষা করুক। তার অবস্থান কী সেটাও জানুক। এজন্য হয়তো নেত্রী তাকে এমন সিগন্যাল দিয়ে থাকতে পারেন। কিন্তু, এখনই তাকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বলা যাবে না।

তিনি আরো বলেন, পার্টির (দলের) মনোনয়ন বোর্ড দুটি। স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড ও পার্লামেন্টারি মনোনয়ন বোর্ড। দুটি বোর্ডেরই প্রধান দেশরত্ন শেখ হাসিনা। তফসিল হওয়ার পর তিনি মনোনয়ন বোর্ড নিয়ে বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তখনই জানা যাবে নৌকার প্রার্থীকে।