নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রধান কার্যালয় গুলশান ৮১ এভিনিউ থেকে স্থানান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) জনসংযোগ কর্মকর্তা মো.মঞ্জুর-ই-এলাহি জানান, আগামী ৫ ফেব্রুয়ারি বিকেলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক নতুন প্রধান কার্যালয় উদ্বোধন করবেন। নতুন কার্যালয় নেওয়া হয়েছে গুলশান সেন্টার পয়েন্ট, লেভেল ৮, ৯ ও ১০, প্লট নম্বর ২৩-২৬, রোড নম্বর-৯০, গুলশান ২ নম্বরে। তবে গুলশান ৮১ এভিনিউয়ে কিছু কিছু বিভাগ থাকবে। এখান থেকেও ডিএনসিসির কিছু কার্যক্রম চালানো হবে।