নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) আশরাফুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
শনিবার ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।
সহকারী পুলিশ কমিশনার আছমা আরা জাহানকে সহকারী পুলিশ কমিশনার উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন, সহকারী পুলিশ কমিশনার সারওয়ার খানকে সহকারী পুলিশ কমিশনার ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের সহকারী পুলিশ কমিশনার মো. আজিজুল হককে সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল- ধানমন্ডি) হিসেবে বদলি করা হয়েছে। ৮ জুন এসব কর্মকর্তার বদলির আদেশ দেওয়া হয়।


