ডিএমপির অভিযানে মাদকসহ আটক ৪৪

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন থানায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা করা হয়েছে।

ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

ডিএমপি জানায়, শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

এ সময় গ্রেফতারদের কাছ থেকে ৭৬৪৯ পিস ইয়াবা, ২৬৮ গ্রাম হেরোইন, ১ কেজি ৭৩০ গ্রাম ১৫০ গাঁজা ও ৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।