এস.এম.নাহিদ ঃ ডিএমপির পক্ষ থেকে স্বেচ্ছায় থানায় পেশাদার মাদক ব্যবসায়ীদের আত্মসর্মপনের একটি তালিকা প্রকাশ করেছে। পরবর্তীতে এইসব মাদক ব্যবসায়ীদের পূর্নবাসনের জন্য ডিএমপির বিভিন্ন থানা এলাকায় কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় রাজধানী খিলক্ষেত থানা সাতজন পেশাদার মাদক ব্যবসায়ীর নাম প্রকাশ করেছে।
১। হাসমত, পিতা- সামছু, ২। জহুর উদ্দিন,পিতা-আবেদ আলী, ৩। ইমান আলী, পিতা- ফেরু মাতবর, ৪। মোঃ কামাল হোসেন, পিতা-নুরু মুন্সি, ৫। ফরহাদ, পিতা-ফিরোজ, ৬। সানজিদা আক্তার সঞ্জু ওরফে ইয়াবা সঞ্জু, স্বামী-মোঃ জাহাঙ্গীর আলম, পিতা- মোঃ জামাল উদ্দিন এবং ৭। মোঃ বাবুল, পিতা-মুনতা। এই সব মাদক ব্যবসায়ীদের মাঝে খিলক্ষেত থানার পক্ষ থেকে সেলাই মেশিন, নগদ অর্থ, টোং দোকান, যোগ্যতা অনুযায়ী চাকুরী, রিক্সা ভ্যান এবং পাওয়ার টিলার দেওয়া হবে বলে থানার পক্ষ থেকে জানানো হয়েছে।


