নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চার পরিদর্শককে বদলি করা হয়েছে। তাদের দ্রুত নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান জানান, খন্দকার নাসির উদ্দিনকে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগে, মো. সায়েদুর রহমানকে কাউন্টার টেরোরিজম বিভাগ, মো. মোকাম্মেল হককে অপারেশন বিভাগে, কামরুল ইসলামকে গোয়েন্দা পূর্ব বিভাগ হিসেবে বদলি করা হয়েছে।
মঙ্গলবার রাতে এ বদলির আদেশ দেওয়া হয়।


