ডিএসই মোবাইলে লেনদেন বাড়ছে

অর্থনৈতিক প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাত মাস আগে শুরু হওয়া মোবাইল অ্যাপের মাধ্যমে লেনদেন ক্রমশ বাড়ছে বলে জানিয়েছে ডিএসই।

সোমবার ডিএসই থেকে প্রকাশ করা তথ্য অনুযায়ী, প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতি বছরের ৯ মার্চ আনুষ্ঠানিকভাবে ডিএসই মোবাইল অ্যাপ চালু করা হয়। তথ্য অনুযায়ী, প্রথম চার মাসে এর গ্রাহক সংখ্যা ছিল ২ হাজার ৫০ জন। পরের তিন মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ১৪৪ জনে। সেই হিসাবে তিন মাসে ডিএসই মোবাইল অ্যাপের গ্রাহক সংখ্যা বেড়েছে ১০২ শতাংশ।

সূত্র জানায়, চালুর প্রায় সাত মাস পার হয়েছে এবং ধীরে ধীরে বাড়ছে শেয়ার লেনদেনে এ প্রযুক্তির ব্যবহার। এ বছরের শেষ নাগাদ মোবাইল অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ৭ হাজারের ঘরে নিয়ে যাওয়াই প্রাথমিক লক্ষ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে।

তবে বিভিন্ন কারণে ব্যবহারকারীর সংখ্যা আশানুরূপ হারে বাড়ছে না বলেও অভিযোগ করেছেন বাজার সংশ্লিষ্ট অনেকে। কারণ হিসেবে তারা বলছেন, সাধারণ বিনিয়োগকারীদের অনেকেই মনে করছেন মোবাইল অ্যাপের মাধ্যেমে শেয়ার লেনদেনের খরচ বেশি। আবার সেই তুলনায় বিনিয়োগকারী আকৃষ্ট না হওয়ার কারণ হিসেবে যথাযথ প্রচারের অভাবকেই দায়ী করছেন ব্রোকারেজ কর্মকর্তারা।

অন্যদিকে এ বিষয়ে ডিএসইর প্রচারবিমূখ প্রবণতার কারণে সাধারণ বিনিয়োগকারীদের সচেতন ও আগ্রহী করা যাচ্ছে না বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

সেন্ট্রাল ডিপোজিটারি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) অ্যাকাউন্ট রয়েছে ৩১ লাখ ৫৩ হাজার ৪৪০টি। এর মধ্যে, মোবাইল অ্যাপে সক্রিয় বিনিয়োগকারীর সংখ্যা মোট ৪ হাজার ১৪৪ জন। ডেক্সটপ ভার্সন ব্যবহার করেন ১ হাজার ৩১৬ জন, মোবাইলের ট্রেড ভার্সন ব্যবহার করেন ১ হাজার ৮৫৮ জন এবং ডিএসই মোবাইল ভিআইপি ভার্সন ব্যবহার করেন ৯৭০ জন সক্রিয় বিনিয়োগকারী।

গত মাসে ডিএসই মোবাইল অ্যাপে লেনদেনের মোট অর্ডার পড়েছে ৮৭ হাজার ৮৯৬টি এবং লেনদেন হয়েছে ৫১ হাজার ৪১১ বার। এর মধ্যে, ডিএসই মোবাইলে ৫৬ হাজার ৯৭৯টি এবং ডেক্সটপ ভার্সনে ৩০ হাজার ৯১৭টি অর্ডার পড়েছে। আর লেনদেন হয়েছে যথাক্রমে ৩১ হাজার ৬৪৯ বার এবং ১৯ হাজার ৭৬৯ বার।