নিজস্ব প্রতিবেদক : কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে যারা ভালো কাজ করবে তাদের পুরষ্কৃত করার কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
মঙ্গলবার নগরভবন চত্ত্বরে ‘কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ বিষয়ে’ পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে একমত বিনিময় এমন ঘোষণা দেন মেয়র।
মেয়র বলেন, বর্জ্য অপসারণে সব যন্ত্রপাতি প্রস্তুত রয়েছে। পরিচ্ছন্নতা কর্মীদের আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
এ সময় পরিচ্ছন্নতা কর্মীদের সমস্যার কথা শোনেন এবং তা সমাধানের আশ্বাস দেন মেয়র।
তিনি বলেন, পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ২৪টি নতুন ভবন তৈরি করা হবে। পরিচ্ছন্নতা কর্মীদের বেতন ২৭৫ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে।
এ ছাড়া রাতবিরাতে কাজ করতে পরিচ্ছন্নতা কর্মীদের নিরাপত্তা বিঘ্ন হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও মেয়র ঘোষণা দেন।
সভায় আরো বক্তব্য রাখেন প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এম কে বখতিয়ার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের পরিচালক মো. মোজ্জামেল হক প্রমুখ।