রাজনীতি: আধুনিক ঢাকা গড়ার প্রত্যয় ব্যক্ত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এ ইশতেহার ঘোষণা করেন। ১৩টি দফায় তিনি ১৪৪টি প্রতিশ্রুতি ইশতেহার তুলে ধরেন।


