
নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন অলিগলি ও রাস্তা মার্কিং করার জন্য অত্যাধুনিক রোডমার্কার নামানো হয়েছে।
মঙ্গলবার সায়েদাবাদ ওয়ার্কশপে এই রোডমার্কারটির উদ্বোধন করেন মেয়র সাঈদ খোকন।
সাঈদ খোকন বলেন, রোডমার্কারটি লন্ডন থেকে আমদানি করা হয়েছে। এটি ঘণ্টায় তিন কিলোমিটার রাস্তা মার্কিং করতে পারে। আশা করছি এ রোডমার্কার কাজের গতি বাড়িয়ে দেবে।
মেয়র বলেন, আমাদের ঢাকার বেশিরভাগ রাস্তায় কোনো মার্কিং নেই। দ্রুততম সময়ের মধ্যে রোডমার্কিং করতে এই মেশিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।