ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানিমূলক কিছু থাকলে তা পরিমার্জনের বিষয়টি বিবেচনা করা হবে

সচিবালয় প্রতিবেদক : মঙ্গলবার বিকেলে তথ্য মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স (এটিসিও) নেতৃবৃন্দ ও তাদের মনোনীত প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। ডিজিটাল নিরাপত্তা আইনে গণমাধ্যমের জন্য উদ্বেগজনক ও হয়রানিমূলক কিছু থাকলে তা পরিমার্জনের বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

এ সময় তিনি নতুন ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা নিয়ে কারো কোনও উদ্বেগ বা আপত্তি থাকলে সে বিষয়গুলো চিহ্নিত করে তা লিখিত আকারে তথ্য মন্ত্রণালয়ে জমা দেওয়ার জন্য টেলিভিশন মালিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এখনও সময় আছে, আইনের বিভিন্ন বিষয়গুলো সংশোধন করার। সেক্ষেত্রে লিখিত পেলে সংশোধন আকারে আইনটি পাশ করার চেষ্টা করা হবে।

সংগঠনের সভাপতি সালমান এফ রহমান, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল বাবু, দেশ টিভির উপ-ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান ও সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।

বৈঠকে সালমান এফ রহমান বলেন, ‘বাংলাদেশের মহান মুক্তিযদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে টেলিভিশনগুলো কাজ করেছে। আগামীতেও করবে।’

অ্যাটকোর সহ-সভাপতি মোজাম্মেল হক বাবু বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনে গণমাধ্যম কর্মীরা আক্রান্ত হবেন না, অ্যাটকো এমনটি আশা করে।’

পরে প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের তথ্যমন্ত্রী আরো বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনে গণমাধ্যমের জন্য উদ্বেগজনক ও হয়রানিমূলক কোনও বিষয় থাকলে তা পরিহারের বিষয়টি বিবেচনা করবে সরকার।’

তিনি বলেন, ‘সম্পাদকদের আমরা আশ্বস্ত করেছি যে, সদ্য মন্ত্রিসভায় অনুমোদিত হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনটির খসড়া গণমাধ্যম কর্মীদের হয়রানি করার উদ্দেশ্যে করা হয়নি। বর্তমান সরকার সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতার ব্যাপারে বদ্ধ পরিকর। এরপরেও এই আইনের কোথাও যদি গণমাধ্যম কর্মীদের জন্য উদ্বেগজনক ও হয়রানিমূলক কোনও বিষয় থেকে থাকে তবে তা পরিহারের বিষয়টি বিবেচনা করবে সরকার।

বৈঠকে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ ও অনুষ্ঠান প্রচারের পাশাপাশি বাঙালিয়ানা রক্ষায় শুদ্ধ উচ্চারণে সংবাদসহ অনুষ্ঠান উপস্থাপনার জন্য তিনি ইলেকট্রনিক গণমাধ্যমগুলোর মালিকদের প্রতি আহ্বান জানান।

এছাড়াও গণমাধ্যমগুলোকে দেশের স্বার্থরক্ষায় সংবিধানের চার মূল নীতি অনুসারে সংবাদ ও অনুষ্ঠান প্রচারের পাশাপাশি আগুন সন্ত্রাস, ধর্মান্ধচক্র, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী চক্রের বিরুদ্ধে প্রচারণার আহ্বান জানান তিনি। একইসঙ্গে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান।